অরুণাচল ভ্রমণে খরচ কত পড়ে? সুম্পূর্ণ বাজেট ট্যুর পরিকল্পনা

এক বিকেলের শেষে, যখন অফিসের ডেস্কে বসে ক্লান্ত শরীরে পাহাড়ের নীল-সবুজের দিকে যাওয়ার জন্য  যেন বুকের ভেতর ছটফট করছিল। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম, এবার গন্তব্য—অরুণাচল প্রদেশ রোজেকার  এক ঘেয়ে জীবন থেকে একটু Relief এর দরকার অনেকদিন ধরেই ছিল, আর তাই গত অক্টোবর মাসে সেই শান্তি খুঁজতে বেরিয়ে পড়েছিলাম আমার ছোট্ট পরিবার নিয়ে।  খরচ হবে কত? কেমন ভাবে ঘুরলে বাজেট ফ্রেন্ডলি থাকবে আপনার ট্রিপ? আজ সেই নিয়েই খোলাখুলি কথা বলব। 

উত্তর-পূর্ব ভারতের হিমালয়ের কোলে অবস্থিত অরুণাচল প্রদেশ এমন একটা রাজ্য ,  যেন এক লুকোনো রত্ন। অনেকেরই প্রায় এখনও অজানা অরুণাচলের বহু জায়গা সম্পর্কে। সবুজ বন, মেঘে ঢাকা পাহাড়, শান্ত নদী, বৌদ্ধ মনাস্ট্রি আর স্থানীয় মানুষের সরলতা — সব মিলে স্বর্গের মতো একটা জায়গা। বিশেষ করে তাওয়াং, জিরো ভ্যালি, বমডিলা, সাঙ্গে ভ্যালি— প্রতিটা জায়গার একটা আলাদা মাধুর্য্য আছে।

অরুণাচল প্রদেশ – ইতিহাসের আলোয় রহস্যময় পাহাড়ি রাজ্য 

ভারতের উত্তর-পূর্ব কোণে ঘেরা, চীন, ভুটান আর মায়ানমারের সীমানা ছুঁয়ে থাকা অরুণাচল প্রদেশ মানেই প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য রত্নভাণ্ডার।

তথ্যচিত্রের পাতায় জানলাম—এ রাজ্য একসময় “North-East Frontier Agency” নামে পরিচিত ছিল, ১৯৭২ সালে সেটার নাম হয় অরুণাচল প্রদেশ, আর ১৯৮৭ সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। এখানকার ২৬টিরও বেশি আদিবাসী গোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি আর ভাষা নিয়ে এই মাটি রঙিন করে রেখেছে।

কবে যাবেন অরুণাচলে?

আমরা বেছে নিয়েছিলাম অক্টোবর মাসের শুরু—হিমেল হাওয়া আর কুয়াশা-ঢাকা ভোরের টানেই যেন মন ভরে যায়।  তবে সবচেয়ে ভালো সময়টা হল অক্টোবর থেকে এপ্রিল—এই সময় তুষারপাত দেখতে পারবেন তাওয়াং, বমডিলা -এর মতো জায়গায়।

কোথায় কোথায় ঘুরবেন?—Tourist Circuit গুলো একনজরে 

৭ দিনের Tawang Circuit ট্রাভেল প্ল্যান (Tezpur – Bhalukpong – Dirang – Tawang – Bumla – Tawang – Tezpur)

Day 1: গুয়াহাটি → তেজপুর → ভালুকপং (Bhalukpong)    

সকালবেলা আমরা গুয়াহাটি রেলস্টেশন থেকে বেরিয়ে পড়ি, গন্তব্য – তেজপুর হয়ে ভালুকপং। পাহাড়ের গায়ে গায়ে ঘুরে যাওয়া রাস্তাগুলো একেকটা যেন ক্যালেন্ডারের পাতার মতো Scenario।

 Bhalukpong Highlights:

  • কামেং নদীর শান্ত জলরাশি
  • সন্ধ্যেবেলার নদীর ধার দিয়ে হাঁটা
  • Nature Camping/Forest Guest House-এ রাতের ঘুীলা

সময় লেগেছিল প্রায়   6 ঘণ্টার মতো । 

Day 2: ভালুকপং → দিরাং (Dirang)   

পরদিন সকালবেলা পাহাড় বেয়ে উঠে পৌঁছাই Dirang-এ। এ জায়গাটা অরুণাচলের এক লুকানো রত্ন।

Dirang Must Visit:

  • Dirang Dzong (পুরনো মনাস্ট্রি ও ঐতিহ্যবাহী গ্রাম)
  • Hot Spring (উষ্ণ গরম জলের  ঝরনা – ঝকঝকে পাথরের বুকে গড়িয়ে আসা গরম জল!)
  • Sangti Valley (তুষারাবৃত পর্বতের কোলে সাজানো উপত্যকা)

 রাতটা কাটালাম এক হোটেলে—কাচের জানালা দিয়ে পাহাড় দেখার আলাদা এক অনুভূতি।

Day 3: দিরাং → তাওয়াং (Tawang) via Sela Pass

এই দিনের যাত্রা—সত্যিই রোমাঞ্চকর! পেরিয়ে যাবেন ১৩,৭০০ ফুট উচ্চতার Sela Pass আর বরফে মোড়া রাস্তা।

On the way:

  • পথে Sela Lake -এ বরফে জমে থাকা ঝিল দেখতে পাবেন।
  • Jaswantgarh War Memorial – ১৯৬২ ইন্দো-চীন যুদ্ধে শহিদ জওয়ানদের স্মৃতিতে তৈরি রয়েছে।
  • Nuranang Waterfall – ১০০ ফুট উঁচু জলপ্রপাত।

     

Tawang Reach: পৌঁছে গেলাম তাওয়াং শহরে—তুষারপাত আর আকাশের গায়ে গায়ে সূর্যের খেলা।

Day 4: তাওয়াং -এ Local Sightseeing   

তাওয়াং-এর সকালটাই অন্যরকম। কুয়াশার চাদর সরিয়ে সূর্য উঁকি দেয়। আজ আমরা শহরের ভিতরে কয়েকটি must-see জায়গা ঘুরে দেখেছি।

 Key Places to Visit:

  • Tawang Monastery – ভারতের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ (৩৫০ বছরের পুরনো)।
  • Tawang War Memorial – শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি।
  • Craft Centre & Emporium – স্থানীয় শিল্পকলার সংগ্রহ ।
  • Giant Buddha Statue – পাহাড়ের ওপর থেকে  গোটা শহরটা দেখা যায় এখান থেকে। 

Day 5: তাওয়াং → বুম-লা পাস (Bumla Pass) এবং মাধুরি লেক    

আজ ছিল আমাদের ট্রিপের আসল হাইলাইট! সকালে আর্মি অনুমতি নিয়ে চললাম বুম-লা পাসের দিকে (ইন্দো-চীন সীমান্ত) আর পথেই মাধুরি লেক।

 Places Covered:

  • Bum La Pass (ভারত-চীন সীমান্ত – ভারতীয় সেনার গাইডেড ট্যুর)

     

  • Sangestar Tso / Madhuri Lake – ‘কোয়েলা’ ছবির সেই লেক!

     

  • Pangateng Tso – হিমালয়ের মাঝে নীল জলের আয়না।

     

 এই দিনে Permits (ILP অর্থাৎ Iner Line Permit)  লাগবে। স্থানীয় ট্যুর অপারেটরের মাধ্যমে ₹600–₹1,000-তে গাড়ি ও পারমিট হয়ে যায়।

Day 6: তাওয়াং → দিরাং (ফেরার পথ)   

ফিরে চললাম দিরাং (Dirang) -এর দিকে। মাঝ পথে আবার সেলা পাসে কয়েকটা Snow Shot  তুললাম। আর Sangti Valley-তে শেষবারের মতো সূর্যাস্ত দেখে নিলাম। রাত কাটালাম আগের মতই Dirang-এ, কিন্তু এবার কিছু লোকাল শপিংও সেরে নিলাম।

Day 7: দিরাং → ভালুকপং → তেজপুর → গুয়াহাটি 

শেষ দিন। ফিরে চলা। মনটা ভারী লাগলেও, পাহাড়ের বুক থেকে ফিরেও যেন কিছু নিয়ে ফিরছি—একটা অভিজ্ঞতা, আর সঙ্গে এক রাশ স্মৃতি, অনেকটা Refreshment ।

Sugested Read —  অরুণাচল প্রদেশের ৮ টি অপরূপ গন্তব্য যা ভ্রমণপ্রেমীদের মুগ্ধ করবেই

অরুণাচল ভ্রমণে কত খরচ পড়ে? – বাজেট প্ল্যান একনজরে

আমরা ছিলাম ৭ দিনের এক বাজেট ট্যুরে (Tezpur to Tawang circuit), মোটামুটি এইভাবে খরচ হয়েছে:

খরচের খাত

আনুমানিক খরচ (INR)

ট্রেন / ফ্লাইট (Kolkata to Guwahati)

₹2,000 – ₹3,000

শেয়ার গাড়ি / Sumo (Guwahati – Tawang – Guwahati)

₹4,500

হোটেল (৬ রাত Budget Stay)

₹4,800

খাওয়ার খরচ (প্রতি দিন )

₹2,100

সাইটসিন / পারমিট / এন্ট্রি ফি

₹2,000

শপিং + অতিরিক্ত খরচ

₹2,000

মোট আনুমানিক খরচ

₹23,500 ( জন প্রতি)

বিশেষ টিপস:

  • অসম থেকে অরুণাচল ঢুকতে ILP (Inner Line Permit) প্রয়োজন। অনলাইনে সহজেই পাওয়া যায়।

  • শীতকালে তুষারপাতে অনেক  রাস্তা বন্ধ থাকতে পারে, তাই আগে থেকে ট্যুর বুকিং করুন।

একটা মুহূর্ত, একটা চায়ের কাপ, আর অসীম নীল আকাশ…         

Dirang-এর এক হোটেলের বারান্দায়  দাঁড়িয়ে যখন পাইন গাছের মাথায় পড়ে থাকা কুয়াশার দিকে তাকিয়ে ছিলাম, তখন একটা কথাই মনে হচ্ছিল—জীবনটাও  যদি  Travel Destination -এর মতো হতো, তাহলে কত কিছু অনুভব করে ফেলা যেত!

Tawang-এর বৌদ্ধ মঠে সন্ধ্যার ঘন্টার আওয়াজে মন স্থির হয়ে যায়, আর সেলা পাসের বরফ-ঢাকা পথ যেন বারবার ডাকে—“আবার এসো”।

শেষ কথা

অরুণাচল এমন এক জায়গা, যেটা শুধু একটা পর্যটনস্থান নয়—এটা একটা অনুভূতি। শুদ্ধ বাতাস, নির্জনতা, সহজ সরল মানুষ আর মনকে ছুঁয়ে যাওয়া প্রকৃতি। আপনি যদি সত্যিকারের “ঘুরে দেখা” বলতে যা বোঝায় সেটা খুঁজে থাকেন, তাহলে অরুণাচল আপনার জন্য Perfect Destination । কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না।  আবারও বলছি, ঘুরতে বেরোন, পৃথিবীকে জানুন…এর থেকে ভাল কিছু আর হয় না । আর তাছাড়া  সঠিক বাজেট প্ল্যান থাকলে  অনেক স্বপ্ন পূরণ হয়ে যাবে ! 

আশাকরি এই ব্লগটা আপনাদের অনেকটাই সাহায্য করবে আগামীদি্নে। ভালো লাগলে অবশ্যই  শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের আরও কিছু প্রশ্ন থাকলে নীচে লিখে জানান। 

Share Now

One Response

  1. খুব সুন্দর লাগলো আপনার ট্যুর পোগ্রাম, আপনার বর্ননায় অর্ধেক ঘোরা হয়ে গেল। আপনার অনুপ্রেরণায় যাওয়ার ইচ্ছে ১৬ আনা।
    আরো অনেক অনেক এই রকম পোগ্রামের বর্ননা জানতে আগ্রহী।
    ভালো থাকুন সুস্থ থাকুন….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Plan Your Trip